চুপটি করে বসেছিলাম
শূন্য দুয়ার ধারে,
নিঃস্ব হয়ে গেছি প্রায়
বিফলতার ভারে l
দামাল যত দুশ্চরিত্র
আশেপাশে দেয় হানা,
এরাই এখন সর্বেসর্বা
স্বার্থপরের জামানা l
বেকসুর খালাস হয়ে
বুক ফুলিয়ে ঘোরে,
তাদের কুকর্মের জেরে
অকালে প্রাণ ঝরে l
আইন-শৃঙ্খলা কোথায়!
চুলোয় গেলো বুঝি?
সংবিধানের ওই পাতা টা
আজও হন্য হয়ে খুঁজি l
খুঁজে পাবো ঠিক একদিন
এমন চাবিকাঠি,
এক এক করে হবে বিচার
না ধরেই লাঠি l
আদর্শ মানুষ গড়বো ভেবে
এখন ও স্বপ্ন সাজাই,
চোখের কোণে অশ্রুকণা
তাও অস্তিত্ব কে বাঁচাই l