একান্নবর্তী জলবায়ুর চাপ চাপ গুরুভারে নয় ,
আংশিক আবহাওয়ায় মৌসুমী হাওয়া আছি বেশ !
দ্রাঘিমার দুমদাম দায়িত্বে বড় দম চায় ,
ফুরফুরে কাঁধে বাঁধ বানভাসি হবে ।
ক্ষীণজীবী প্রতিভার মেঘে
একচ্ছত্র সবুজের প্লাবন আসে না ।
এক মুঠো শিউলি সকাল
আর এক ছাদ ঘুড়ির বিকেল মেখে
মখমল সন্ধ্যায় দুপুরের ঝুমঝুমি লিখি ।
ভোরের স্বপ্নে বাজে রিমঝিম রাত্রি নুপূর ।
আকন্ঠ আয়ু বুকে বিনিদ্র উঠোনে
ঘাসবীজ ছড়িয়েছি সামর্থ্যের শ্রমে ।
বিন্ধ্য নয় , বন্ধ্যা নয় ,
পাই যেন ক্ষণজীবী অঙ্কুর সম্মান !