Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিধির লিখন || Samarpita Raha

বিধির লিখন || Samarpita Raha

বেবী আর বিউটি দুই যমজ বোন।হুবহু এক দেখতে।মা বাবা ও তফাত করতে পারে না।একই রকম জামা পড়লে বোঝাই যায় না কে বেবী আর কে বিউটি।ওদের বাবা ও মা দুজনেই ইঞ্জিনিয়ার।আলাদা আলাদা কোম্পানি তে কর্মরত।বাবা অসিত, একদিন বাড়িতে আয়া আসে নি তাই অফিস না গিয়ে সন্তানদের দেখছিল।ওদের মায়ের সেদিন গুরুত্বপূর্ন সভা ছিল অফিসে,তাই কামাই করতে পারবে না ।অফিস যাওয়ার আগে ,ওদের মা ,তাদের বাবাকে পইপই করে বলেছিল ,আজ ওদের আলাদা জামা পরিও।কারণ ল্যাপটপে কাজ করতে করতে হয়তো মেয়েদের চিনতে না পেরে হয়তো একজনকেই দুবার খাওয়াবে।ঠিক তাই হয়েছিল।তারপর বিউটি বমি করে একাকার।এইভাবে চলছিল সংসার।তারপর বাবা ও মার ছাড়াছাড়ি।দুই সন্তান দুই জনের কাছে।ওরা দুই বোন যখন তিন বছর হয় তখন আলাদা হয়।বেবি জন্মিয়েছিল রাত ১১.৫৫ মিনিটে আর বিউটি রাত ১২টা ৪মিনিটে।ইংরাজী মতে একজন বুধ আরেকজন বৃহস্পতিবার।কে কোথায় কেউ জানে না।বেবি বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘোরে।ওদিকে বিউটিও ওর মার সাথে মায়ের কর্ম সূত্রেই বিভিন্ন জায়গায় ঘোরে।দুজনায় ভাল পড়াশুনায়।বেবী বারো ক্লাসের পর যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এ ভর্তিহয়।বাবা ফ্রান্সের থেকে সবে দিল্লী পোস্টিং।মেয়েকে যাদবপুরে দিলেন কারণ ওনারা দুজনায় যাদবপুর থেকে পাস করেছিলেন।ওদিকে বিউটিতো এবার বারো ক্লাস দিয়ে আর জয়েন্ট দিতে পারে নি।বিউটিরা দিল্লী থাকত।বিউটি কলকাতায় হস্টেলে থাকত।মাস ছয়েক ধরে খুব জ্বর হচ্ছে। তাই তার মা কলকাতায় বদলি নিয়েছে।বিউটি হস্টেল ছেড়ে মার কাছে থাকত।জ্বর নিয়েই বারোক্লাস পরীক্ষা দেয়।কিন্তু জয়েন্ট দিতে গিয়ে সেই যে অজ্ঞান হয় ঠিক সাতদিন বাদে জ্ঞান আসে।নানান পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় বোন ম্যারো নষ্ট।নুতন করে বোন ম্যারো দরকার বাঁচিয়ে রাখার চেষ্টা চলছিল।
বেবি যাদবপুরে পড়াশুনা করছে।হঠাৎ মলয় বলে একটা ছেলে অন্য ডিপার্টমেন্টের,সে বলে আরে বিউটি তুমি ?
তুমি তো পরীক্ষা দাও নি।কিকরে ভর্তি হলে ইঞ্জিনিয়ারিং এ।তখন বেবি বলে আমি বেবি ,বিউটি নই।আরে ভাই রীতিমত ৮০রাঙ্ক করে এখানে ভর্তি হয়েছি।
আরে বন্ধু কি নাম বললে!! বিউটি?
তুমি ওকে চেনো।
আমার মতই দেখতে।হ্যাঁ একদম।ওর বাড়ি কোথায়।মলয় বলে আমাদের পাড়ায়।এই ও কার সাথে থাকে জানো।মলয় বলে ঠিক জানি না।তবে ও হস্টেলে থাকত,ওর অসুখের কথা শুনে ওর মা এখানে আমাদের পাড়ায় ভাড়া নিয়েছেন।
আমায় আজ নিয়ে যাবে বন্ধু।মলয় বলে আমায় ওর মা মারুক এই আর কি? না তুমি আমায় বাড়ির সামনে ছেড়ে দিও,আমি চলে যাব।মলয় বলে এই নানা যেও না,ও শুনেছিখুবই অসুস্হ।অনেক কাকুতি মিনতি করাতে মলয় বিউটিদের বাড়ির সামনে বেবীকে নিয়ে যায়।
বেবী কলিং বেল দিতেই দেখে হুবহু তার মত দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে।বেবী জিজ্ঞাসা করে তুমি বিউটি।আমি বেবী।আর কি বলে বেবীর মনে নেই।ওদিকে এক ভদ্রমহিলা ঘর থেকে বেড়িয়ে এসে চমকে উঠে বলে আমার বেবী বিউটি।সবাই হাঁওমাঁও করে কাঁদতে থাকে।বেবী বিউটির মিলন হয়।বেবী বিউটিকে বোন ম্যারো দেয়।ওরাই ওদের মা বাবার মিল করিয়ে দেয়।এটাই বিধির বিধান।
মলয় বেবীকে কি যে উপকার করেছিল তা ভগবান ই জানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *