ভবের মাঝে কতই খেলা
আলোর পরে আঁধার বেলা
বিধির নিয়ম কাল,
জীবন মানেই নশ্বর মানি
জনম হলে মরন জানি
এটাই ভবের হাল।
দুখের পরে সুখ যে আসে
মনের মাঝে খুশি রাশে
বিরাজ করে ভাই,
জন্ম মৃত্যু নিয়ম ধারা
প্রভুর সুতোয় বাঁধা তারা
নিস্তার পাবার নাই।
ধর্ম কর্ম করে যারা
ভালো জীবন কাটায় তারা
সুখে সদাই রয়,
অসৎ পথে চললে পরে
বিঘ্ন বিপদ আসে ঘরে
রাজে মনে ভয়।
সংযম বিহীন জীবন গতি
বিপথে নেয় মনের মতি
নরক পানে ধায়,
সত্য ন্যায়ের পথটি ধরে
সেবা ধর্ম যদি করে
প্রভুর কৃপা পায়।