হৃদয়ে সাগরে আজ চঞ্চলতা-
বিপন্ন অঙ্গ-সৈকতে বিহ্বলতা,
কাকে যে পাঠাই এই বারতা!
তবু রোজ রোজ বাড়ে ব্যস্ততা।
ফিরে যাবো যে নেই সে উপায়,
আগে পিছে সমালোচনার ভয়,
অযথাই ঘটে নিরন্তর শক্তিক্ষয়,
মনে আশা তবু একদা করব জয়।
এই এতো যে সব উজ্জ্বল জ্যোতিষ্ক,
চিন্তায় চেতনায় নয় তো স্থবির বয়স্ক,
সবাই তো দেখি সংস্কৃতি- মনস্ক-
হয়তো আমিই আজ বিকৃত মস্তিষ্ক।
আবোল তাবোল ঢেউ দেয় দোলা,
স্মৃতির পরিতাপ যে যায় না ভোলা,
রুদ্ধ ভাবাবেগে মনের দরজা খোলা;
অসম্ভব,সবই বুঝি বিধাতার খেলা।।