ঐ দেখো পুড়ছে ঘর-বাড়ি,বাতাসে বিদগ্ধ বারুদের ঘ্রাণ,
পরাধীনতার যন্ত্রণাময় শৃঙ্খল হতে কবে পাবো পরিত্রাণ?
চতুর্দিকে জ্বলছে মশাল,দেশময় অশান্তির অসুখ,
একেই বলে অগ্নিযুগ, বিদ্রোহী হও সকলে ফিরবে সুখ l
দূর হতে ধেয়ে আসছে বোমা-গুলির বিকট শব্দ,
দুর্নীতিবাজ শাসক দল কে করবো এবার জব্দ l
দেশ জুড়ে শুনি পরাধীনতার জ্বালায় ধুঁকছে প্রাণ,
পথে নেমেছে সুকান্তর ফিরিয়ে দিতে সকলের সম্মান l
বিদ্রোহ হোক তাঁদের জুড়ে,স্বাধীনতা মানে যাঁরা স্বেচ্ছাচারিতা বোঝে,
সত্যের মুখোশ জড়িয়ে গায়ে,আসলে স্বার্থ তাঁরা খোঁজে l
ইতিহাসের প্রতি পরতে পরতে প্রোথিত সাধারণের রক্ত,
মানুষ হয়েও মানুষের রক্তে এঁরা নিয়ত আসক্ত l
শত ডিগ্রী,সার্টিফিকেট পতিত ফুটপাতে,সর্বত্র অস্ত্রের গুদাম,
বিদ্রোহী হও শিক্ষিত সমাজ,নয়তো ভয়ঙ্কর পরিণাম l
মানুষের ভিড়ে পাংশুটে মুখ হৃদয়ে তোলে কাঁপন,
খামচে ধরে শুষে নিচ্ছে জীবনশক্তি,কেউ নয় আপন l
ভয়াল আঁখি,ফ্যাকাসে চামড়ায় অসহায় মানুষের ভিড়,
ফিরিয়ে দাও দেশবাসীর কষ্টে গড়া সুখের নীড় l
মুক্ত বাতাস,উন্মুক্ত পরিবেশ,বাঁধনহীন স্বাধীনতা,
বিদ্রোহের আড়ালে গড়ে তোলো অগ্নিযুগ,ঘুঁচবে পরাধীনতা l