দৈনিক নবযুগ পত্রিকার তুমি বাঙালি কবি
নারী পুরুষের সমান অধিকার করলে দাবি
মিশ্রিত করলে নতুন শব্দ ফারসি ও আরবি
দেশজ বাংলার সাথে মিশিয়ে এক নতুন ছবি।
বললে তুমি এখান থেকে ইংরেজদের হটাও
বাংলার সব শিশু ও বালককে এই মন্ত্র দাও।
মনে তোমার সাম্যবাদী চিন্তাচেতনার জোয়ার
মিশ্রিত ভাষায় দাসত্ব মুক্তি ঘটাবে এই বাংলার।
যারা দলিত অত্যাচারিত ছিল না তাদের ভাষা
তোমার কলমে পেয়ে ভাষা মিটাল সকল আশা।
প্রতিভাধর তোমার বিদ্রোহী চেতনায় ছিল না ভয়
বললে বাংলার সবাই বলো জয় বাংলার জয়।
বিশ্ব প্রীতির বন্ধনে ধর্ম থাকুক অন্তরে
আজান হোক মসদিতে পুজো হোক মন্দিরে।
অন্তরে তুমি না ছিলে হিন্দু না ছিলে মুসলমান
ভারতকে শৃঙ্খল মুক্ত করতে যুদ্ধে দিলে যোগদান।
যদিও অর্থের অভাবে হয়নি তোমার পড়াশোনা
জীবিকার তাগিদে বাল্যকালে হলে খানসামা
ধন্য তোমার জন্মভিটা চুরুলিয়া গ্রাম
প্রণমী তোমায় কবি কাজী নজরুল ইসলাম।