প্রতিবাদের অগ্নিবীণা
যাহার হাতে শোভা পায়,
কলম যে তার অসি হলে
বৃটিশ শাসক ত্রাসে ছায়।
মধুমতি নদীর তীরে
কবির জন্ম স্থানটি রয়,
গরিব পিতার সন্তান বলে
দুখু মিঞা নামটি হয়।
স্বদেশ প্রেমী নির্ভীক কবি
বিষের বাঁশী হাতের পর,
অন্যায় দেখলে অগ্নিরোষে
কলম চলে নিরন্তর।
সর্বহারা অসহায়ের
কাছে সদা তিনি রন,
সাম্যবাদী যেমন কবি
অন্যায় রোধেও খড়্গ লন।
কারাগৃহের লৌহ কপাট
ভাঙতে কবি লিখেন গান,
আগুন ঝরে রক্ত ফুটে
রুখে উঠে হাজার প্রাণ।