বীরসিংহ গ্রামের সিংহ শিশু
ঈশ্বরচন্দ্র যার নাম,
সাগরসম জ্ঞান যার অপার
মেদিনীপুর ছিল ধাম
করুণা সাগর দয়ার সাগর
নির্ভীক চেতা বীর,
বর্ণ পরিচয়ের স্রষ্টা তোমার
চরণে নত শির।
নারী শিক্ষা বিধবা বিবাহ
নানা সংগ্রাম করে,
অসাধ্য সাধন বিধি প্রচলন
দৃঢ় সংকল্প ভরে।
গদ্য সাহিত্যের জনক তুমি
রয়েছো সবার প্রাণে,
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বোধোদয় আর
ব্যাকরণ কৌমুদী দানে।
মায়ের প্রতি ভক্তি থেকেই
সকল জাতির নারী,
তোমার কারনে লাঞ্ছনা মুক্ত
রুখেছো অশ্রু বারি।
কুসংস্কার মুক্ত করলে সবারে
ঘুচাতে কলুষ কালো,
হে বিদ্যাসাগর তোমার কারনে
পেলাম শিক্ষার আলো।