যদি ঘুমিয়ে পড়ি আর জাগিও না আমায়,
এতকাল ঘুমকে তুরি মেরে জেগে বসে থাকা,
অপেক্ষার দিন জাগরনে বড় ক্লান্ত,অবসন্ন।
এবার ঘুমাতে খুব ইচ্ছা করছে চিরনিদ্রার ঘুম।
খবরে খবরে স্রোত বর্ষণ, মৃত্যু মিছিলের কবর,
কপালে দুশ্চিন্তার ভাঁজে শ্রেষ্ঠতম বিজ্ঞান করায়ত্ত মানব কুলের মুখ থুবড়ে হোঁচটে আলোড়িত মন
“এবার অন্তত ঘুমাতে যাওয়ার প্রস্তুতিই শ্রেয়”
হিমশীতল মৃত্যুকে অলিঙ্গন সময়ের অপেক্ষামাত্র।
আপ্রাণ চেষ্টায় দীর্ঘ লড়াই জীবন্ত দেবতা ডাক্তার-
নার্স সহ স্বাস্থ্যকর্মী,পুলিশ প্রসাশন।
হারতে না দেবার আকাঙ্খায় কত প্রচেষ্টা সব তবে
কি এভাবেই খড়কুটো চোখের সামনে!
ভেলকি দেখানো রাজনীতি আজও ক্ষমতার
কুর্সিতে তাকিয়ে বাজার গরমের রাস্তায়।
কি যায় আসে,বাঁচা মরা সেসব তো পরে আগে
আগামীর রাজ ক্ষমতা আসুক হাতে নাইবা দুর্দিনে মানুষের সেবায় মত্ত হলো রাজনীতি সচেতনরা।
এত শত বোঝার ক্ষমতা নেই সামান্য মানব আমি,
মানুষ বাঁচলে তবেই না ক্ষমতা জাহির!
নইলে কার ওপর কার ছড়ি ঘোরানো!
টুইট,কমেন্ট ঝড়,আমরা সেরা প্রমান করার প্রচার
মুখ তুলছে কেবল,বিপদের দিনেও বিভাজন।
দীর্ঘ মাস কাজ খুইয়ে, খিদেয় কাতর মানুষদের শোচনীয় অবস্থাকে দুমড়িয়ে মাড়িয়ে ফনা তোলা পাল্টি খাওয়া নেতা চামচাদের মুখ দেখাও পাপ।
সব দেখে ক্লান্ত আমি ঘুমাতে চললাম শীতলপাটি
বিছানো এ মেঝে,নিকানো উঠান সঙ্গী করে।
পরিবেশ পরিস্থিতি অবশ করছে আমায়।
অন্তরাত্মা যেন বলছে অনেক হয়েছে ফিরে আয়।
এবার তো ফিরে আসতেই হবে প্রকৃতির কোলে
তাই এ আমার আগাম প্রস্তুতি।
এই বুঝি আঁধার কালো মেঘ সরে অপেক্ষার
পালা সাঙ্গ করে তুমুল বৃষ্টিভেজা পথ হাজির।
বিদায় সকলকে বিদায় স্বপ্ন দেখানো পৃথিবী,
যদি ঘুমিয়ে পড়ি ডাক দিয়ে ডেকোনা আমায়।