বিজ্ঞাপনের ফাঁদে বন্দী এ জীবন
কিভাবে পাব মুক্তি জানেনা এ মন।
সামাজিক জীবন বিজ্ঞাপনে
অর্থনীতিও বিজ্ঞাপনে।
বিজ্ঞাপনে ছেয়েছে আকাশ
নেই কোন মুক্তির আশ্বাস।
এখন আবার জুটেছে জীবনে
সরকারী কাজও নাকি বিজ্ঞাপনে!!!
বিজ্ঞাপনে হিসেব নিকেশ
বিজ্ঞাপনেই পীর দরবেশ
জটিল রোগ কমাতে চাও
বিজ্ঞাপনের আশ্রয় নাও।
সোনা গয়না কিনতে চাও
বিজ্ঞাপনে চোখ বোলাও।
জামা কাপড় কিনতে গেলে
বিজ্ঞাপনই কথা বলে।
স্কুল কলেজ খুঁজতে হলে
বিজ্ঞাপনে দেখা মেলে।
মিথ্যা প্রতিশ্রুতি দিলে পরে
আইনবলে কানটি ধরে
ক্ষতিপূরণ দাবী করে।
কে দেবে এই ক্ষতিপূরণ?
সবটাই যে মিথ্যা প্রলোভন।
প্রলোভনে ভুলে যেওনা
তোমার আমার জীবন যন্ত্রণা।।