স্বাধীনতা যুদ্ধে হেথা ,কত শত বীর,
দানিলো তাদের প্রাণ , অকাতরে তায়,
পুত্রেরে হারায়ে মাতা ,করে হায় হায়,
অবিরাম ঝরে তার ,নয়নের নীর।
প্রাণ বলি দিল তুলি ,উচ্চে রাখি শির,
মিথ্যা মামলায় দিল ,আদালত রায়,
ফাঁসির দড়িটি নিলো , গলেতে জড়ায়,
ভারত মাতার নাম ,মুখে লয়ে বীর।
শিকল ভাঙার গান, গাহিলেন কবি,
নাইট উপাধি ত্যাগ , করিলেন রবি।
উদিল স্বাধীন সূর্য ,ভারত গগনে,
বিজয় কেতন ওড়ে ,আকাশের ভালে।
বরিল ভারতবাসী , এ মহা লগনে,
বিজয় নিশান আজো, ওড়ে সম তালে।