পৌরাণিক অন্ত্যমিলের কোনও শব্দদৃশ্য জুড়তে পারছে না
মৃত্যুপায়ী সময়ের আজন্ম ফাঁকের বিস্ময়
যার এক পিঠে পিছলে যাচ্ছে
অরণ্য হরিণের হাওয়া
অন্য পিঠে কচ্ছপের পেটে জেগে থাকা
কুঁড়েমির ভয়
আধুনিক গদ্যের ঘাড় মটকে আদায়ের চেষ্টায় আছি
ছোট ছোট ছায়াসেতু
নড়বড়ে অক্ষরনদীর ঠ্যাকনা এবং জাবনা
দুইই হতে পারে
কোনও এক প্রান্তিক ঐতিহাসিক হয়তো খুঁজবেন
অপ্রকাশিত পঙক্তির আগাছার মাঝে
বেহিসেবি শব্দশ্রমিকের ঝুরঝুরে প্রতিভার ছাই
ততদিন বিছানার সৈকতে ভাঙ্গি গড়ি নক্ষত্র আলপনা