তোমার বীণার সাথে আমি
সুর দিয়ে যে যাব
তারে তারে খুঁজে বেড়াই
সে সুর কোথায় পাব ।
যেমন সহজ ভোরের জাগা ,
স্রোতের আনাগোনা ,
যেমন সহজ পাতায় শিশির ,
মেঘের মুখে সোনা ,
যেমন সহজ জ্যোৎস্নাখানি
নদীর বালু – পাড়ে ,
গভীর রাতে বৃষ্টিধারা
আষাঢ় – অন্ধকারে
খুঁজে মরি তেমনি সহজ ,
তেমনি ভরপুর ,
তেমনিতরো অর্থ – ছোটা
আপনি – ফোটা সুর—
তেমনিতরো নিত্য নবীন ,
অফুরন্ত প্রাণ ,
বহুকালের পুরানো সেই
সবার জানা গান ।
আমার যে এই নূতন – গড়া
নূতন বাঁধা তার
নূতন সুরে করতে সে যায়
সৃষ্টি আপনার ।
মেশে না তাই চারি দিকের
সহজ সমীরণে ,
মেলে না তাই আকাশ – ডোবা
স্তব্ধ আলোর সনে ।
জীবন আমার কাঁদে যে তাই
দণ্ডে পলে পলে ,
যত চেষ্টা করি কেবল
চেষ্টা বেড়ে চলে ।
ঘটিয়ে তুলি কত কী যে
বুঝি না এক তিল ,
তোমার সঙ্গে অনায়াসে
হয় না সুরের মিল ।