আর হয়তো দেখা হবে না
বেলা পড়তি অবেলায় !
আর কখনো ছুতো খুঁজবি না কাছে আসার !
কথার ফাঁকে আলতো আদরগুলো ;
তোকেই খুঁজবে অনুক্ষণ ।
কেউ কথা রাখেনা …….
অনেকদিন হয়ে গেলো খবর নেওয়া হয় না ।
কথা হয় না আপন মনে ,
নিজের সাথে সঙ্গোপনে ।
সময় যে বড় বাড়ন্ত ।
ঠুনকো সম্পর্কের ঘেরাটোপ ,
আগলে রাখা জোছোনা রাতে ;
উদাসী বাউলের মেঠো সুর ….
সম্পর্কগুলো শুধুই গলাধঃকরণ করেছি গোগ্রাসে ,
আত্মস্হ করতে পারিনি ।
তাই কখনো কারোর প্রিয়জন হতে পারিনি ।
তাই আত্মসুখী হতে চাইলে আত্মমুখী হওয়াই বাঞ্ছনীয় ।।