মনের মতন কই মাতানো নাচ
চর্কিপাকে নিত্য বাঁচার ছাঁচ
ব্যপ্ত পথে গুপ্ত ভাঙা কাঁচ
ছন্দ মিলে মিলল সাতে পাঁচ !
মগ্ন মালা রাত পেরিয়ে বাসি
তেষ্টা আপদ লেপ্টে সর্বনাশী
চেষ্টা কতক ব্যর্থ অবিনাশী
এতদসত্ত্বে বাঁচতে ভালবাসি ।
ঘুম ভাঙলেই ডাকছে কত পাখি
তপ্ত পথে ছায়া পাতেন শাখী
বিকেল প্রেমে সন্ধ্যা মাখামাখি
আম্রবোলে মৌ ডাকে বৈশাখী ।
একক রাতে পড়শী প্রাণে সাড়া
চারার শীষে দুলছে শ্রাবণধারা
স্বপ্ন জেগে উজানে দাঁড় নাড়া
হারিয়ে গেলেও ফিরিয়ে আনে তারা !