Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিকল্প ইশ্বর || Rana Chatterjee

বিকল্প ইশ্বর || Rana Chatterjee

ঈশ্বর তো মহান সৃষ্টিকর্তা সেইসঙ্গে নিমিত্ত মাত্র …
এই পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি কেবল ঈশ্বরই নয় সাজিয়ে গুছিয়ে নিজেদের ব্যবহার উপযোগী করার তাগিদে সবই তো তুমি করেছ মানুষ….
নিজেদের প্রয়োজনে,স্বাচ্ছন্দ্য বজায়ে
সমাজ-সংসারের চাহিদা মেটাতে যাবতীয় নিয়ম কানুন,সুরক্ষা বলয় সবই তোমার সৃষ্টি…

ঈশ্বরকে রক্ষাকর্তা ,নিশ্চিন্ত আশ্রয়দাতার আসনে বসিয়ে এক নিরাপদ জীবন যাপনে  আপন ছন্দ তালে সভ্যতার অগ্রগতি …..

যুগে যুগে যে মহান অবতারগণ এসেছেন পৃথিবীকে সমৃদ্ধ ও মানব কূলকে শান্তি সংহতির বাণী বর্ষণে ধন্য করতে,
তাদেরকেই ঈশ্বর রুপে পূজা করেছি…
আসলে তো ওনারাও মানুষই ,মানুষের মধ্যে জন্ম নিয়ে পাপ পুণ্যের ভান্ডারের মধ্যে  ভারসাম্য রক্ষা করে বাঁচিয়েছেন মানব সভ্যতা।

মানুষের  দেহ ধারণ করে এইসকল সমাজ সংস্কারক গণ সমাজের যা-কিছু পাপাচার দূরীভূত করার মন্ত্র  দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে আদতে সমাজ কে করেছেন শুদ্ধিকরণ প্রলেপ…
তাহলে এ সকল সৃষ্টি কার ঈশ্বরের না  মানুষের
এ স্বাভাবিক প্রশ্ন জাগে মনে..

তবুও  সব আমরা সৃষ্টি করেছি বলে যদি ক্ষমতাধর রূপে নিজেকে তুলে ধরে মানুষ,
সর্বত্র ক্ষমতা জাহির করার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পায় তবে তো বিনাস কালে বুদ্ধি নাসের উপক্রম!
সেটারই বারংবার পুনরাবৃত্তি হতে দেখছি আমরা পৃথিবী জুড়ে…!

সৃষ্টির মাঝেও ধ্বংসের হত্যালীলা, অন্যদের দুমড়ে মুচড়ে নিজেকে প্রতিষ্ঠার ঘৃণ্য লড়াইয়ে বীত শ্রদ্ধ আমরা নিজেরাই নিজেদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে
ধুম্র জট পাকিয়ে চলেছি উন্নতির হুঙ্কারে।

তুমি যদি সব কিছু মানুষ সৃষ্টি করেছে বলে ক্ষমতা জাহির করো…
সর্বেসর্বা সবজান্তা ক্ষমতাধর ভেবে মানুষই  সমাজের বুকে  অশান্তি র সলতে পাকিয়ে চলে তাহলে কি লাভ এই অশান্তির বাতাবরণে মদত দিয়ে ভালো থাকবো এই স্বপ্ন দেখে হাপিত্যেশে!

সেজন্যই একজনকে সর্বশক্তিমানের আসনে বসিয়ে তার স্মরণে আশ্রয় নেওয়া বুদ্ধিমানের কাজ।
যখনই মানুষ কাউকে মানবো না এই ভাবনায় হম্বিতম্বি ভাব নিয়ে এগিয়ে চলে তখনই পতন অবশ্যম্ভাবী!

সৃষ্টি করা যেমন কাজ ঈশ্বরের  তেমনি তুমিও  মানুষ শ্রেষ্ঠ প্রজাতির প্রতিভূ হয়ে অনুকরণ করে চলো সর্বশক্তিমান ঈশ্বরকে।
লোভ,পাপ অন্যায়ে পূর্ণ ধরাধাম সুস্থ সুন্দর পল্লবিত হয়ে উঠুক তোমার কলম চিন্তায়,
সৃজন শীল শৈল্পিক সত্ত্বায় , তুলি কলমের ডগায়।

যত রূপ, রস ,ধ্বনি সবকিছুর স্রষ্টা তুমি,
তোমারই রচিত সঙ্গীতে  প্রতিনিয়ত প্রকৃতি প্রেম, ঈশ্বরের বন্দনা,সুস্থ সমাজ সংস্কৃতি রক্ষার প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *