পশ্চিম আকাশে মেঘ, আধাঁর ঘনায়,
মুহুর্মুহু মেঘ নাদে বিভীষিকা ছায়।
প্রকৃতির গম্ভীরতা বিহঙ্গ নীরব,
ধরিত্রীর ম্লান রূপ নেই কলরব।
বিকম্পিত চারিধার তরু বনতল,
মেঘমন্দ্রে সচকিত হরিণের দল।
ত্রাসে হয় বিচঞ্চল দিশেহারা সবে,
আসন্ন ঝড়ের মুখে কোথা তারা রবে!
ধরা মধ্যে ঝঞ্ঝা বারি বিজলী চমক
থেকে থেকে হয় রূঢ় অশনি গমক।
জীবকুল ভয়ার্ত তায় বেজায় আপ্রাণ,
নিরাপদ স্থানে চলে পেতে পরিত্রাণ।
শাবকেরা ধায় ভয়ে মাতৃ পাশে পাশে,
ঝড় বাদলে তিতীর্ষু জীব ছুটে রাশে।
অরণ্যের জীব যত দুর্যোগের দিনে,
খোলা নভে থাকে পড়ে আচ্ছাদন বিনে।