পুরনো বাড়ির মতো চিলেকোঠা লিখি…
শরীর কলহময়। হৃদয় শরিকি।
এ ওকে দূরত্ব দেয়, তবু পাশে থাকে
তারই মধ্যে বেমানান দেখেছি তোমাকে।
ভালবাসা ছোট মেয়ে। অভিমানী। চাপা।
এ বয়সে বোঝে ভাল বিষাদমুনাফা।
পুরনো বাড়ির মতো চিলেকোঠা লিখি…
শরীর কলহময়। হৃদয় শরিকি।
এ ওকে দূরত্ব দেয়, তবু পাশে থাকে
তারই মধ্যে বেমানান দেখেছি তোমাকে।
ভালবাসা ছোট মেয়ে। অভিমানী। চাপা।
এ বয়সে বোঝে ভাল বিষাদমুনাফা।