বাস্থ্য পরিসেবা
আমার শহর সবুজে সেজে উঠেছে। নতুন আলোক স্তম্ভগুলিও রাস্তার দুই ধারে চোখ জুড়ানো আলোর রোশনাই ছড়াচ্ছে প্রত্যেক ওয়ার্ডে একটা করে রঙচঙে হাসপাতাল হয়েছে। স্বাস্থ্যপরিসেবার গতি এসেছে।প্রতি ওয়ার্ডে একজন করে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। আমাদের ওয়ার্ডের প্রতিনিধি হয়ে রিসেপশনে নিযুক্ত হতে পেরে আমার আনন্দ হচ্ছিল। এদিকে জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। সেখানে যাব কি করে,এইসব ভাবছি তখনই ফোন আসে আমি হ্যালো বলতেই ভেসে এলো কণ্ঠস্বর আপনি আসছেন তো সময় মতো? হ্যাঁ বলে এপাশ ফিরতেই শুনলাম মেনীরহাঁচি। পাশে শুয়ে আমার মেনীর কাতর আবদার মিম মিম করে দুই হাত বাড়িয়ে খেতে চাইছে। অলীক স্বপ্ন অলীক হয়েই রয়ে গেল আমার।