জানিনা কোথায়,
কোথা করছি বাস
বদ্ধ গুহা না কূপ,
আকাশ , না ঐ চাঁদ!!
চলে অকারণ মন উচাটন
বাসাবাড়ি-মোহ, একরাশ।
সারাদিনরাত
কানে ,”পিউ কোথা”,
আলোকালো সুর
আতপ জোৎস্না মাখা।
রঙমেশালি একা বিহঙ্গ
খোঁজ নেয় যেথা সেথা!!
লড়াই বাঁধন , মায়াজালে
দেহি বিদেহি দর্পন,
অজৈব সাথে
মৃত কোষ খোঁজে
এই পৃথিবীতে
ঘর বসতে মন।
দ্বন্দ্ব শঙ্কা ধুলোঝাড়া।
আজ— সত্য বিজ্ঞান।
প্রশ্ন উথলি তোলপাড়—
পিরামিড পাশ ,
মশান, না বৈধ কবর,
বা শ্মশান।