হলুদ বসনা অরূপ ললনা
একেলা বিরলে বসে,
তিয়াসী নয়ন বাসন্তী মন
আঁকিবুঁকি কাটে কষে।
ঝনক ঝনক রেশমী চুড়ি
মধুর ধ্বনিতে বাজে,
ভাবের দ্যোতনা হৃদয়ে কতনা
আবেশ বিভোরে লাজে।
গোধূলি গগনে অনুপম ক্ষণে
ব্যাকুল চাহনি মেলে,
আসিলে সুজন কূজনে দুজন
প্রেমরাশি দেবে ঢেলে।
পুলকে ঝলকে পলকে পলকে
বাসন্তী রাঙা মনে,
সেজেছে নারী অপরূপা ভারী
সোহাগী আশার সনে।
প্রতিক্ষা দহন যায়না সহন
উচাটনে ভাসে আঁখি ,
বিজনে একাকি কেমনে থাকি
দিওনা আমারে ফাঁকি।
বিলম্বিত ক্ষণ শঙ্কিত মন
এসোনা ত্বরা করি,
সুখের পরশে সিঞ্চিত হরষে
প্রেমেতে হৃদয় ভরি।