ঘুড়ি পুজো এসে গেছে
দুটো টাকার বায়না,
পিঠের উপর ঝুলে গেলে
রাগত মাতা চায়না।
কাগজ কেটে ঘুড়ি করো
লাগাও তাতে শলা,
টাকা কোথায় পাবে তিনি
মা দেখাতেন কলা।
এত এত বাজার আসে
দাওনা মা গো টাকা,
দুটি টাকা দিলে বুঝি
অর্থভাণ্ডার ফাঁকা!
পড়াশোনা করো তুমি
ভেবো দেখবো আমি,
তেরোর ঘরের নামতা পারলে
পাবে মায়ের হামি।