বাবা কি কষ্ট পান না? নাকি কাঁদেন না?
আত্মত্যাগী মাতৃপ্রেম বেশি স্পষ্ট হয়!
বাবার নেপথ্য প্রেমের খোঁজ রাখি না;
মায়ের থেকে বাবা কি কম কষ্ট সয়?
ভালোবাসার নিয়ম জানে, বক্ষ ক্ষয়,
চোখে থাকে অফুরান প্রেম সহ ভয়,
তাকে করেছি মোর প্রাণের জন্ম – লয়,
তার সান্নিধ্যে জীব অগণ্য সূর্যময়।
আমি হিমালয় দেখিনি কোনোদিনই,
বাবা নামক বটবৃক্ষ ছত্র দেখেছি,
যার নিরাপদ ছায়ায় মানুষ হচ্ছি,
ক্রমে ক্রমে বড় হচ্ছি, হবো দিবারাত্রি,
পর্বতরাজ রক্ষাকবচ ভারতের,
পিতা তেমনি রক্ষক, বিপন্ন প্রাণের।