সিলেটবাসী কাঁদে যে হায়
ডুবছে জলে বাড়ি ঘর,
সহায় সম্বল যাচ্ছে ভেসে
মরছে কত শিশু- নর।
গরু ছাগল গবাদি সব
নিচ্ছে কেড়ে বানের জল,
ক্ষেতের ফসল জলের তলায়
চাষির চোখে গড়ায় জল।
স্রোতের টানে যাচ্ছে ভেসে
পচা গলা কতো লাশ,
দুর্গন্ধে হয় বাতাস ভারী
লোকের মনে জাগছে ত্রাস।
ক্ষুধার জ্বালায় শিশু কাঁদে
মায়ের বুকটা ফেটে যায়,
রুজি রোজগার বন্ধ সবার
খাবার তবে কোথায় পায়।
বানভাসিদের বাঁচাতে আজ
দেশবাসী সব এসো তাই,
বিপদ কালে সহায় হলে
তবেই মানুষ বাঁচবে ভাই।