আজ আষাঢ়ের বর্ষণ দিনে পুলকিত সমীরণ
বসে জানলার ধারেতে উদাসী মন হলো উচাটন।
স্মৃতির পাতার চুপকথাগুলি দোলা দেয় হৃদি মাঝে,
অতীত দিনের স্মৃতি কথা কত ভেসে ওঠে প্রকৃতি কোলাজে।
মনে পড়ে যায় সেদিন দুজনে বসেছিনু নদী কূল
তব হাতে ছিল বাদল দিনের প্রথম কদম ফুল।
ঝির ঝির ঝির বৃষ্টি ধারায় ভিজে সারা দুজনেতে
যতনে সে ফুল দিয়েছিলে গেঁথে মোর সিক্ত খোঁপাতে।