আজ সারাটা দিন আকাশ জুড়ে বাদলা মেঘের বৃষ্টি।
চল না রে,একটু ভিজি।
জুড়িয়ে দহন জ্বালা।
মেঘলা মনের বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি।
আমি যদি হতাম বৃষ্টি, নীল মেঘের দেশে তোকে নিয়ে দিতাম পাড়ি, বাঁধতাম ছোট্ট একটা ঘর।
বৃষ্টির ধারায় সোহাগ ঝরিয়ে,ঘরটির নাম দিতাম আদরবাসা!
যদি তুই হতিস কৃষ্ণ কালো বাদলা মেঘ, আমি যদি হতাম সেই মেঘের বৃষ্টি,তোর বুকের শুষ্ক মাটিতে ঝরে পড়তাম,
শুষে নিতাম তোর বুকের গভীরে লুকানো আবেগী অশ্রুকণা, আড়ালে রাখা যত ব্যথা কথার সৃষ্টি।
নীল আসমানে আমি যদি হতাম ভাসমান মেঘ, তোর ললাটের অলোকচুর্ন স্পর্শ করে,
ভেজা শরীরের গন্ধ মেখে, নরম নদীর মতো,এঁকে বেঁকে বয়ে চলতাম।
হঠাৎ তুই যেদিন দলছুট বাদলা মেঘে আমার আকাশে উড়ে এলি,
আমার হৃদয়ে গোপন ঘরে যে স্থান ঈশ্বরের জন্য খালি পড়ে ছিল, হঠাৎ সেইখানে দেখি তোরই প্রতিচ্ছবি!
তাই, আমার মেঘলা আকাশ জুড়ে, তোর বাদলা মেঘের বৃষ্টি!