দিলাম হাত বাড়িয়ে,প্রাণ উচ্ছলতায় হাত
আর নয় মনোমালিন্য কোনো অজুহাত।
স্মৃতিতে ঝরা পাতার দিন
সব আশা আকাঙ্খা যখন ক্ষীণ!
লড়ছি মরছি কষ্ট করছি,
মন অলিন্দে জানালা খুলছি,
ধুয়েমুছে সাফ কেন হবে দৃঢ় বন্ধুত্বের ঋণ!
আকর্ষণ বিকর্ষণে সাধের এই জীবন,
কাটে হাঁটে,চৌকাঠে হোঁচট,বিসর্জন।
জীবনের গতি,আসুক প্রগতি
উথাল পাথাল ভরা ঢেউ,
চুম্বকীয় আকর্ষণে এ জীবন
টানতে চায় কখনো কেউ।
ইচ্ছেগুলো ওড়ায় ধূলো,হৃদয় খোঁজে ঘর
আজও আছি খেলি কানামাছি,সমুদ্র ঝড়।