বাড়তি আয়ু , মেঘ ডুবেছে ঝুপ্
খরার লোমে গুটিয়ে আছি কূপ ।
পাতাল দরজা আর কতো আগলাবো ?
পড়তি পাতায় বৃষ্টি জন্ম পাবো ?
মর্জিমাফিক বাঁচার দৈর্ঘ্যে দাঁড়ি
পারলে দিতে , ভাসিয়ে দিতাম নাড়ি ।
যে সব দৃশ্য বড়ো আনন্দের
শেষ ঘুরিয়ে শুরু হতাম ফের ।
নদীর বোধি , বাঁক নেবে কে বাকি ?
জীবন ডানা-ই ইষ্ট ঈগল পাখি ।