বাঘ মামাজী বর সেজেছে
সেই খুশিতে মন মেতেছে
রঙে,
সিংহ জেঠু ছাতা নিয়ে
ভালুক দাদু পশুরা সব
সঙ্গে।
মন্ত্র পড়বে শেয়াল ঠাকুর
নামাবলী জড়ায় রে তাই
গায়ে,
পঞ্জিকা তার বগল দাবা
মাথার পরে টিকি দুলে
বায়ে।
গন্ডার ভায়া শিঙা ফুকে
খলিল উদ্দিন টানছে বেজায়
সুখে,
কিচ কিচ করে লাফায় বানর
জিরাফ জেব্রা খুশিতে তে তাল
ঠুকে।
হরিণ ময়ূর তা – তা- থৈ -থৈ
ছন্দে তালে ঘুরে ঘুরে
নাচে,
হাতির পিঠে বাঘ মামাজী
ভাবছে কখন বৌকে পাবে
কাছে।
রূপবতী বাঘ কুমারী
সেজেগুজে পরিপাটি
থাকে,
শুভদৃষ্টির শুভক্ষণে
খুশির সনে আবেগ মনে
মাখে।
আদুর বাদুর হুতোম ভূতোম
খরগোস, প্যাচা ,ময়না টিয়া
ছুটে
বাঘমামাজীর বিয়ের দিনে
কুলফি খাচ্ছে খুশির বীণে
লুটে।
চিংড়ি মালাই, চিকেন কাবাব
পোলাও কোপ্তা বিরিয়ানি
শত,
খেতে খেতে হয় নাকো শেষ
শেষ পাতে রয় দৈ আর সন্দেশ
যত।