কাঁচ ভাঙছ খানখান, তুমিও ভেঙে চুরচুর
তীব্র ও তীক্ষ্ণ বর্শাফলক নিয়েছ তুলে
অব্যর্থ অনুরাগে ঝলসে উঠছে চোখ
কেড়ে নিচ্ছ ছায়াবৃত্ত প্রিয় অধিকার
কখনও অভিমানে জেগে উঠছে গোপন বাসর
অনন্ত আকাশ,গ্ৰহ -নক্ষত্র -সৌর বলয়
এবং কবিতার এই এতো যে মাখামাখি
রুদ্ধশ্বাসে তবু হারিয়ে যায়
দুঠোঁটের ঋদ্ধ চুম্বন
বাতাসে ভাসছে বকুল গন্ধ
সুসমাচারে ম ম চারপাশ
এবং অক্ষরে অক্ষরে এই এতো যে লুটোপুটি
প্রখর নিঃশ্বাসে তবু ফুরিয়ে যায়
ভেঙে যায় স্বপ্ন-নিদ্রা যাপন
অথচ বৃষ্টির জলে ভরা নিষ্পলক চোখে
ঘরে যাবো বলে পা বাড়ালেও
তোমার ডাকে ফিরে তাকাই
স্পর্শকাতরতায় প্ররোচিত হলে
ভেতরে ভেতরে অসম্ভব উত্তেজিত হয়ে উঠি
আর অন্তিম স্নিগ্ধতায় ক্রমশঃ আলিঙ্গনবদ্ধ হই
অবশেষে নিঃশর্ত সমর্পণে মেলে জীবনের পূর্ণতা
না হলে থোরাই পরিধির বৃত্তভাঙা
আমার এ বাউল অহংকার ।