ছেলে আমার বাউন্ডুলে ,
সর্বক্ষণ আড্ডা নয়তো খেলা ।
রংবাজিতে কলার তুলে ,
কাটিয়ে দেয় বেলা ।
কখনও গার্লস ইস্কুলের গেটে ।
কখনও আবার জোরে জোরে তাস পেটে ,
পোড় ক্লাবের দাবায় ।
জানি না, ও কী হতে চায় ।
সন্ধ্যা হলেই পাড়ার মাচায় ,
শুনেছি ইদানিং মদ – গাঁজাও খায় ।
লেখাপড়া ছেড়েছুড়ে ,
এদিক – ওদিক বেড়ায় ঘুরে ।
আসল ইচ্ছাটা ওর কি ?
আজও বুঝতে পারিনি ।
ভয় – ডর নেইকো মনে ।
বদের ধাড়ি, কথা না শোনে ।
মানুষ ওরে বলোনা ভুলে ,
এক্কেবারে বাউন্ডুলে ।।