সকলের মনে বিশ্বভুবনে পশিলে রবি কেমনে?
যা ছিল সব গোপনে মনে
হরণ করলে কেমনে চেতনে
ভেসে আজ আছ সকল নয়নে।
সকলই সে দান সাজিয়ে রাখিলে যতনে
কলস করিলে তোমার গীতবিতানে
সকল তত্ত্ব সুর তাল লয় ছন্দে
মুখরিত বিশ্ববাসী গাহিছে তা আনন্দে।
বরিলে তুমি সাজিয়ে ডালা,
চন্দনে চর্চিত মালা,
জ্বালিয়ে প্রদীপ ধূপ
বাজিয়ে শঙ্খধ্বনি,
মুখরিত হলে বিশ্বভুবন
সকলে তোমার তোলে জয়ধ্বনি।
তোমার সৃষ্টি চোখের বালি
আর বেলাশেষের গীতাঞ্জলি,
শ্রাবণের বাইশে তোমা চরণে
রাখিলাম আমার শ্রদ্ধাঞ্জলি।