বলছি শোন আজ একুশে ফেব্রুয়ারি
কেন বাংলার সাথে এখনও রয়েছে আড়ি
তাই দেখি ইংরেজীর এত বাড়াবাড়ি
বাংলা ভাষা কি সত্যিই এতই অনাদরী?
আন্তর্জাতিক ভাষা দিবস আজ করেছি পালন
শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, শহীদ ভাইদের করে স্মরণ।
জেগে উঠুক সবার মনে আমার গভীর আশা
বাঁচুক সবার মনে মিষ্টি প্রেমের এই বাংলাভাষা।
যারা হয়েছিল শহীদ দিয়েছিল প্রাণ
করেছি বরণ তাদের মাল্য করে দান
তবুও বাংলা ভাষা কি পাচ্ছে যথার্থ সন্মান?
আজও দেখি ইংরেজি ভাষার বেড়েছে কদর মান।
বলছি সবাই গর্ব করে
রক্তে রাঙানো ভাইদের তরে
গাইছি বাংলায় তাদের জয়গান
বিশ্বদরবারে আজ তারাই মহান।