তোমার কথা ভাবতে ভাবতে
কখন দেখি সূর্য পূবে ওঠে,
তাজা ফুলের বনে ওই সুদূরে
সুগন্ধি কোন ফুল যে ফোটে।
ভাবনা সে মিষ্টি রোদে মাখা
ঝিরঝিরে বৃষ্টির সাথে সাথে,
মনটা যেন মেলছে তাহার পাখা,
নতুন গানের ছন্দে মাতে
যেন সকল কালের ক্লান্তিহরা,
মনের কোনে আপন মনে
প্রাণের শক্তি মুক্তি দিচ্ছে ধরা।
পাখ পাখালির গানে গানে
স্নিগ্ধ পরশ মধুর সুরে ভরা,
খাঁটিসোনা মাটির সোঁদা গন্ধে
বাংলা ভাষা মোদের মনোহরা!