অবমাননা অপমান নিজের বাংলা ভাষার
সইতে পারেনি অসমের বরাকের জনতা,
উনিশের মে মাসে প্রতিবাদে মুখর হলো
শিলচর বরাক উপত্যকায় নিজের ভাষার রক্ষায়।
এগারো তাজা প্রাণ পাখি উত্তাল ভাষা আন্দোলনে
আগুন রাঙা হয়ে বারুদের মতো ফেটে পড়ে।
বন্দুকের নলের সামনে দাঁড়ায় বীরের মত
বুলেটের আঘাতে লুটিয়ে পড়ে মাটিতে।
আজ কেন আমরা শহীদের বলিদানের কথা বিস্মৃত।
একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
স্মরণ করি বরকত রফিক সালাম জব্বরের ত্যাগ,
বিস্মৃত কেন? অসমিয়া ভাষার বিরুদ্ধে
বাংলার জন্য গর্জে ওঠা প্রাণ।
রক্ত স্নাত অসমের বরাক উপত্যকা তোমায় সেলাম,
ভুলবো না এই বলিদান, পালনে ভাষাদিবস এই দিনে।
একষট্টির উনিশে মে স্মরণে আসামের বাঙালি।
স্মৃতির মণিকোঠায় আবেগে উচ্ছাসের মাঝে।
ধর্মঘট চলেছিল করিমগঞ্জে শিলচরে হাইলাকান্দি
আসামের বুকে, বাংলা ভাষার তরে, কমলা শচীন্দ্র
সত্যেন্দ্র, কুমুদ, সীতেশ, তারিণী, সুনীল, সুকুমারের
তর্জন গর্জন, বীরেন্দ্র কানাই চন্ডী সকলে দিয়েছিল
তৎকালীন অসম সরকারকে ভালো মত নাড়া।
এরপরের ইতিহাস বন্দুকের নল কেড়ে নিল এগারোটি তাজা প্রাণ।