আকাশে কী চমৎকার চাঁদ। বিউটি বোর্ডিং-এর ছাদ বেয়ে
ট্যাংকের জলের মতো গড়িয়ে পড়ছে সোনারঙের জোৎস্না ।
আজ রাতে বাংলাবাজারের পথে পথে চাঁদ কুড়ানোর ধূম।
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ বুঝি অকস্মাৎ
‘পাণ্ডুলিপি’র স্বর্ণমন্দির ছেড়ে উড়ে গেছে দূরের প্যারিসে ।
প্যারীদাস রোডে, বুড়িগঙ্গার বুকে আজ চাঁদের পূর্ণিমা ।
চৈত্র আসতে এখনো ঢের বাকি, কিন্তু এর মধ্যেই
চাঁদের সঙ্গে পাল্লা দিয়ে বইতে শুরু করেছে মাতাল হাওয়া ।
একা চাঁদে রক্ষা নেই, তার উপর রবীন্দ্রনাথের গান :
‘দখিন হাওয়া জাগো জাগো….।’ এরকম মানবশূন্য রাতে,
চাঁদের হুইস্কি পান করে মাতাল হয়েছে পুরনো ঢাকার কবি ।
চেয়ার পেতে তিনি বসেছেন খোলা আকাশের নিচে ।
বুঝি এমন রাতেই তারে বলা যায়… আহা, কী বলা যায় ?