বাংলাদেশের মুক্তি যুদ্ধে কত
বীর সন্তানেরা ছিলেন যুদ্ধ রত।
নয় মাস ধরে সে যুদ্ধ হয়
কত সন্তানের হলো বলিদান ক্ষয়।
পাক সেনারা অত্যাচার করে
শত মা বোনদের সভ্রম কাড়ে।
বিষাদ যেন দেহ মনে ছায়
বীর বাঙালি মরিয়া, স্বাধীনতা চায়।
বাংলার মাটিতে লোকের ঢল
দুর্বার যুদ্ধে স্বাধীনতা ফল।
বীর শহীদদের প্রাণের দানে
স্বাধীনতা আসে বাংলার প্রাণে।
লাল সবুজের বিজয় পতাকা
সকল শহীদের বলির দান।
বাঙালি ভুলবে না তাদের ঋণ
বাংলার হৃদে তাঁরা চির অম্লান।