পরিচিত স্রোতে ঘুরছি ফিরছি বন্দরে বন্দরে
অপাপবিদ্ধ অপরিচিত’র সন্ধান পাব ব’লে ,
যত পরিচয় তত সংশয় , থাকবে কি তারা বেঁধে ?
তারা টিমটিম রাত্রিরা হিম আয়ু যায় গলে গলে ।
কত পুরাতন ভাবনা ভুলেছি নতুন ভাবনা পেয়ে
সেই অভিশাপ বিঁধেছে বোধহয় কবিতার অঞ্চলে ,
চোরকাঁটা হলে তুলে ফেলতাম , এ যে অন্তরকাঁটা
আহত জ্বলছি , শ্মশান নেভালে ফিরে পাব প্রাঞ্জলে !
কোথায় শ্মশান ? এখনও যে বাকি ভাবনার অনুবাদ
শব্দকুমির আঁকড়ে ধরেছে , এঁটেল মাটিতে পা
যা দিয়েছি ঋণ শোধ করে যেও , শ্বাসেরা পেতেছে ফাঁদ
বাঁধনে বাঁধলে বাঁচা থেমে যায় , আমি যে হরপ্পা !