গাছ হয় আমাদের পরিবেশ বন্ধু
লাগাও তাকে ধারার ‘পরে,
ঠাই রোদ্দুরে দাঁড়িয়ে গাছ
ছায়া প্রদানে শীতল করে।
ভূমিক্ষয় করে রোধ
ফুলে ফলে দেয় ভরিয়ে,
কার্বনডাই অক্সাইড গ্ৰহণ করে
দেয় অক্সিজেন প্রকৃতিতে ছড়িয়ে।
নানান পক্ষীর আশ্রয় গাছ
জীবজন্তু বসে বিশ্রাম লয়,
ক্লান্ত পথিক নেয় তলে জিরান
শীতল ছায়ায় শরীর ঠান্ডা রয়।
বর্তমানে নগরায়ণ হেতু
বৃক্ষ ছেদন হচ্ছে নির্বিচারে
অট্টালিকা আর কংক্রিট আচ্ছাদনে
উষ্ণতার খর তাপ চরাচরে।
তাই করো সবে বৃক্ষ রোপণ,
করো সবে বন মহোৎসব,
শ্যামল সবুজ হোক পুনঃ ধরা
বেড়ে উঠুক অরণ্য বৈভব।