মারকিউরির সামনে জ্বলছিল একটা লণ্ঠন ,
বাঁচতে চাইছিল
আপন সত্বার শেষ কেরোসিন টুকু পুড়িয়ে।
বাঁচার লড়াইয়ে বেহুস
চিমনি ছেয়ে গেছে কালো ধোঁয়ায়,
সলতের লাল আভা ঈঙ্গিত
দিচ্ছে ঠন্..ঠন্
ওদিকে মারকিউরি হাসছে উপর থেকে
লণ্ঠনের বাঁচার লাড়াই দেখে,
তার আলোর প্রতিভা লণ্ঠনের জানা ছিল না,
তাই ঘেঁষতে চেয়েছিল নীলাভার কাছাকাছি;
হঠাৎ লোডশেডিং—-
লণ্ঠনের লাল আভা তখনও মরেনি
একটা পতঙ্গ এসে আছড়ে পড়ল
লন্ঠনের উপর
শিখাটা বেড়ে উঠল…