এখানে বিড়ম্বনা নিশিদিন চার পায়ে হাঁটে
আগুন জ্বেলে আমরা বুড়ি ঘর পোড়াই
হাওয়ায় ওড়ে, জমে নিঃশ্বাসে-প্রশ্বাসে
পুরনো প্রেমপত্র উইপোকা কাটে অবিরাম
সব বাগান বাজারের আশেপাশে আস্তানা গাড়ে
কেউই শ্বেতপত্র প্রকাশ করি না
প্রকাশিত কবিতা হিমঘর থেকে
মদের পাত্রে ভাসে
অনেকে বায়ু পরিবর্তনে যায়
অন্তর্জলী যাত্রা বুক ফুলিয়ে হাঁটে আগমনী উৎসবে
সে-ও এক নবজীবনের গান
এ যাপন মেরুদণ্ডের শিরায় শিরায়
স্থায়ী আস্তানা গাড়ে, মান্যতা দেয়
কেউ কেউ শুধু তোমাকে খোঁজে তোমাকে
বিকল্প স্রোতে মাছ ধরে যে জেলে
অনিশ্চিত নিশানা তাকে কি সমুদ্রে নিয়ে যাবে
তার জাহাজ কি অপেক্ষায় আছে
কে জানে!