কল্লোল যুগের গীতিকার কাব্যকার
প্রেমেন্দ্র মিত্রের নামে,
শ্রদ্ধার আসনে তাঁহার স্থানটি
মানব হৃদয় ধামে।
উপন্যাস ছোটগল্প রূপকথা
গোয়েন্দা গল্পেতে দড়ো,
কল্প বিজ্ঞান অ্যাডভেঞ্চারে তাঁর
জুড়ে মেলা ভার বড়ো।
অসীম তাঁহার জ্ঞানের প্রকাশ
বিভিন্ন বিষয়ে রাজে,
দৃপ্ত লেখনীর প্রতিবাদ ছিল
বঞ্চিত শোষিত মাঝে।
উদীয়মান রবি প্রেমেন্দ্র মিত্র
চলচ্চিত্রে নানা সৃষ্টি,
অতুল সুখ্যাতি দিকে দিকে তাঁর
লিখনীতে সাজে কৃষ্টি।
রবীন্দ্র আর পদ্মশ্রী পুরস্কারে
সম্মানিত হন যিনি,
দেশ ও জাতির গরব বলেই
প্রেমেন্দ্র মিত্রকে চিনি।