মনের মঞ্চে গ্রামীণ গন্ধ ,
যেখানেই যাই কলকাতা হয়ে ক্যালিফোর্নিয়া
গড়ানো এ-চোখে গ্রহণ ছাড়ে না
এঁটেল রন্ধ্রে স্মৃতিরা সরে না ,
মুখে নুন ফুঁড়ে জন্মেই চলি
দৃশ্যকল্পে ভেসে আসে শুধু গ্রামীণ শব্দবন্ধ।
কৈশোর চাকে ঘোরে অক্ষর
দুপুরের ছায়া ছোটে ফুটপাতে , উড়ানে উড়ালপুল ।
পিচের পরিধি ঘেরে পৃথিবীকে
আমি ধরে থাকি ঝড়ের পিঁড়িকে ,
যদিও পেটাই সুখ-ঢাক দাঁতে
বহুতল শীষে ফোটে নবান্নে শেকড়ের সাক্ষর ।