এসেছে আজ এই ধরাতে ঋতুর রাজা ,
কররে বরণ বাজারে আজ শঙ্খ বাজা ।
তরুরা সব পরেছে আজ ,
সবুজ পাতার নতুন সে সাজ,
গাইছে কোকিল গাছের শাখে কুহু তানে,
পুলকে আজ হৃদয় আমার বাঁধ না মানে।
দখিন হাওয়া ঝিরি ঝিরি বইছে ধীরে ,
উঠেছে ঢেউ দীঘির বুকে শান্ত নীরে।
পড়েছে রোদ তাহার ‘ পরে ,
লক্ষ প্রদীপ জ্বলছে করে ,
স্নানের ঘাটে জটলা করে করছে খেলা ,
দীঘির পাড়ে গাছে গাছে পাখির মেলা।
ফুটেছে ফুল গাছে গাছে পথের পাশে ,
শিমূল পলাশ কৃষ্ণচূড়ার রাশে রাশে ।
আকাশ হলো লালে ভরা,
ফুলের শোভায় ভরলো ধরা,
গুনগুনিয়ে এলো ভ্রমর বসলো ফুলে ,
করিছে পান ফুলের মধু দুলে দুলে ।
মধুমাসে সকল কিছু ভরলো রঙে,
সাজলো ধরা ফলে ফুলে নতুন ঢঙে।
আবির লয়ে দোলের প্রাতে,
পুড়িয়ে চাঁচর আগের রাতে,
খেলে সবাই হোরিখেলা বসন্তে আজ ,
মাতে সবে এ উৎসবে ভুলিয়া কাজ ।