শীত বিদায়ে ফাগুন আসে
শুকনো পাতা ঝরে রাশে
নবীন পাতা তায়,
নবারুণের আলোয় মাতে
রাতের শেষে ধরা প্রাতে
লাল লালিমা ছায়।
বসন্ত যে ভুবন দ্বারে
রঙিন বেশে উঁকি মারে
সেজে মোহন রূপ,
দখিনা বায় উতলা বয়
মন খুশিতে ভরে রয়
রবির মিষ্টি ধুপ।
শিমুল পলাশ আগুন রঙে
সাজায় ফাগুন নানান ঢঙে
ছড়ায় সুখে ফাগ,
দিগ্ দিগন্ত রঙে রাজে
পিকের কুহু ছন্দে বাজে
ধরায় রঙের আগ।