রেঙেছে তুলি,মেখেছে রং,এসেছে ঋতুরাজ—
শুভ্র বসনা ধরা ছাড়ো সন্ন্যাসীনির সাজ।
অনুরাগে কৃষ্ণচূড়ার প্রেমিক প্রবর মন,
হিল্লোলিত কি আবেশে কিংশুকের বন।
বসন্ত মানে আম্রমুকুল,কোকিলের কুহুতান—
মনের খাঁজে হারিয়ে যাওয়া নীরব অভিমান।
প্রৌঢ়ত্বেও চিরনবীন,রক্ত ফুটন্ত,
মরা গাঙেও জোয়ার আনে অকাল বসন্ত।
রাই কানু আজ মাতোয়ারা আবীর রঙে মজে,
প্রকৃতি ও যে মেলেছে পাখা,হর্ষ ধরে না যে!
বসন্ত মানেই নয় তো শুধু পাতা ঝরার গান—
নতুন সূর্য,নতুন আশায় বাঁচার আহ্বান।।