বিদায়ের ক্ষণ এলে বিষন্ন পরাণ,
কুহু কুহু কোকিলা যে সাধে নাকো গান।
বনলতা মূহ্যমান ফুলেরা মলিন,
বিহঙ্গেরা মনমরা কণ্ঠ অতি ক্ষীণ।
চপলতা নেই যেন অলিদের মনে,
অনুরাগে মধু খেতে ফুলকলি সনে।
বিষাদের ছায়া যেন জুড়ে প্রাণী জনে,
বসন্ত বিরহ যেন গ্রাস করে বনে।
মাঠে ঘাটে কমে গেছে সবুজের মেলা,
গ্রীষ্মের খরতাপে দহনের বেলা;
শীতল বারির আশে উন্মুখর সবে,
আশে থাকে বারি ধারা ঝরে পড়ে কবে?