মিঠেল রোদে সুখে করে পিউ কাঁহা গান,
তারই মাঝে বসন্ত-সখার কুহু কুহু তান।
বন বনানীর শাখে নব কিশলয় রাজে,
বসন্ত উৎসবে প্রকৃতি অপরূপ সাজে।
আম কাঁঠালের ঘ্রাণ ভাসে দখিনা বায়,
বাতাবি লেবুর ফুল সৌরভে মাতায়।
বসন্ত উৎসবে প্রকৃতি রং খেলায় মাতে,
মদালসা ভাব ছায় দিনে রাতে।
পুলকিত মৌমাছি পরিমল আশে,
মাঠে মাঠে কচি ধান খেলে দুলে রাশে।
পলাশ কিংশুক রাগে রাঙে চারিধার,
রূপের শোভায় উজল বসন্ত বাহার।