এসেছে দ্বারে বাসন্তি ফাগুন
উতলা প্রকৃতির মনন
লাল পলাশ আর কৃষ্ণচুড়ায়
দখিনা হাওয়ার নাচন।
যাবার বেলা রাঙিয়ে তোমায়
আগুন বসন্ত ফাগুনে
মুকুলের ঘ্রাণে অলি মুগ্ধতায়
গাইছে কোকিল কুহুতানে।
হেঁটে হেঁটে গেছি অজানা পথে
বসন্ত ছোঁয়ায় হাত রেখে হাতে।
এসেছে দ্বারে বাসন্তি ফাগুন
উতলা প্রকৃতির মনন
লাল পলাশ আর কৃষ্ণচুড়ায়
দখিনা হাওয়ার নাচন।
যাবার বেলা রাঙিয়ে তোমায়
আগুন বসন্ত ফাগুনে
মুকুলের ঘ্রাণে অলি মুগ্ধতায়
গাইছে কোকিল কুহুতানে।
হেঁটে হেঁটে গেছি অজানা পথে
বসন্ত ছোঁয়ায় হাত রেখে হাতে।